Tuesday 2 August 2016

সেফুরোক্সাইম

সেফুরোক্সাইম এ্যাক্সেটিল ( Cefuroxime Axetil . BP, USP. ) ঃ সেফুরোক্সাইম এ্যাক্সেটিলএ্যাক্সেটিল , হচ্ছে সেফুরোক্সাইমের একটি acetoxyethyl estar এবং মুখে খাবার জন্য ব্যবহার হয় । এটি পেটে গিয়ে ও রক্তে মিশে হাইড্রোলাইজড হয়ে ফ্রি সেফুরোক্সাইমে পরিণত হয় । এর এন্টিব্যাক্টেরিয়াল ক্রিয়া ও ব্যাবহার সেফুরোক্সাইম সোডিয়ামের মত এক । তবে এটি কম সিরিয়াস ইনফেকশনে ব্যাবহার হয় । প্রচলিত সাধারণ এ্যান্টবায়োটিকে কাজ না হওয়া এবং মৃদু থেকে মাঝারি রকম ইনফেকশন্স যথা --- ব্রঙ্কাইটিস ও অন্যান্য লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন্স , ENT ( যথা ওটাইটিস মিডিয়া , ফ্যারিঞ্জাইটিস , টন্সিলাইটিস , সাইনুসাইটিস ) , ডেন্টাল ইনফেকশন স্কিন ও সফ্ট টিসু , UTI, গনোরিয়া , লাইম ডিজিজ , ইনফেক্টিভ আর্থ্রাইটিস ইত্যাদি রোগে এটি সাধারণতঃ ব্যবহার হয়ে থাকে । সার্জিক্যাল ইনফেকশনেও এটি ব্যাবহার হয় । ইনফেকশনের তীব্রতা অনুযায়ী বড়দের সচরাচর ২৫০--৫০০ মিগ্রা bid ৫--১০ দিন খেতে হয় । আনকমপ্লিকেটেড UTI-- এ বড়দের ১২৫ মিগ্রা bid দেওয়া হয়। আনকমপ্লিকেটেড গনোরিয়ায় ১ গ্রাম কেবল একবার খেতে হবে । ৩ মাসের বেশী বয়সী শিশুদের ১২৫ মিগ্রা bid বা ১০ মিগ্রা / কিলো দিনে ২ বার দেওয়া হয় এবং সর্বাধিক দৈনিক মাত্রা ২৫০ মিগ্রার বেশী নয় । ২ বছরের বেশী বয়সী শিশুদের ওটাইটিস মিডিয়ায় ২৫০ মিগ্রা bid বা ১৫ মিগ্রা / কিলো bid দেওয়া হয় এবং সর্বাধিক দৈনিক মাত্রা ৫০০ মিগ্রা । খাদ্যের সংস্পর্শে এই ঔষধের শোষন ক্রিয়ার উন্নতি ঘটে বলে এটি ভরাপেটে খাবেন গুরুতর ইনফেকশনে সর্বদা সেফুরোক্সাইম সোডিয়াম ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা শুরু করে উগ্র অবস্থা আয়ত্নে এনে তারপর এই ওরাল এজেন্ট দিয়ে মেইনটেনেন্স থেরাপি চালানো যায়।। পেটেন্ট প্রিপারেশন্স ঃ ceftum cap/ tab & syr. ( Allenburys ). zocef tab ( Alkem ) supacef cap/ tab ( GSK ) Spzef ( orchid.) Bigcef ( Bestochem.) Ceding ( piramal HC.) Cef--vepan tab/ syr . ( Indoco ) pulmocef ( micro ). C-Furo (HeteroHC ) Cefasyn tab ( Cipla.) Intracef ( Intra tab.) widecef ( Elder ) Cefakind ( Mankind.) Cefurin ( Invision.) Xibid ( RPG ) zefu tab/ syr ( FDC.) প্রতি ট্যাবে Cefuroxime Axcetil 125 Mg, 250 & 500 Mg থাকে । সিরাপের / ৫ মিলিতে থাকে 125 Mg. । সেফুরোক্সাইম এ্যাক্সেটিল + ক্লাভুলেনিক এসিড--- Ceftoxim--XP tab ( Ranbaxy.) C-Furo- CV ( Hetero-- HC ) Zefu-- CV tab ( FDC.) Bigcef CV ( Bestochem.) -- প্রতি ট্যাবে Cefuroxime Axcetil 250 + Clavulanic acid 125 Mg থাকে । ( মোট 325 Mg.) 500 + 125 Mg tab ও হয়। বেটাল্যাক্টামেস সৃষ্টকারী রেজিস্টেন্ট ব্যাক্টেরিয়া জনিত সংক্রমণে বড়দের 375 to 625 Mg tab bid.।

No comments:

Post a Comment