Sunday 10 July 2016

Gemifloxacin 659 pes

জেমিফ্লক্সাসিন (Gemifloxacin BP & USP) ঃ জেমিফ্লক্সাসিন হচ্ছে একটি নুতনতর চতুর্থ জেনারেশনের ফ্লওরোকুইনোলোন এ্যান্টিব্যাক্টেরিয়াল এবং যার ক্রিয়া ও ব্যবহার সিপ্রোফ্লক্সাসিন / লেভোফ্লক্সাসিনের মত এক। তবে গ্রাম নেগেটিভ কীটাণুদের বিরুদ্ধে ( সুডোমোনাস অরুজিনোসা সহ) এর কার্যকারীতা আরও ব্যাপক এবং গ্রাম পজিটিভ কিটাণু যথা গ্রাম পজিটিভ কক্কাই ( স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া সহ) ও কিছু এ্যানেরোবদের বিরুদ্ধে এটি অনেক বেশি সক্রিয় এবং মাইকোব্যাক্টেরিয়া সহ ক্লামিডিয়া ট্র্যাকোমাটিসের বিরুদ্ধেও এটি সক্রিয় । রেসপিরেটরি ইনফেকশন্সে এটি বিশেষভাবে কার্যকরী। ঔষধটি মুখে খাওয়ালে GI ট্র্যাক্ট হতে ভালভাবে শোষিত হয় এবং দেহের সব টিসু ও রসো একে পাওয়া যায়। এর এলিমিনেশন প্লাজমা হাফ লাইফ দীর্ঘ বলে দিনে একবার খেলেই যথেষ্ঠ। ক্রনিক ব্রন্কাটিসের একিউট ব্যাক্টেরিয়াল exacerbation কেসে জেমিফ্লক্সাসিন ৩২০ মিগ্রা OD ৫ দিন খেতে হয়। কমিউনিটি এ্যাকোয়ার্ড নিউমোনিয়ায় (৬৪০ পৃষ্টা দ্রষ্টব্য) বড়দের ৩২০ মিগ্রা OD ৭ দিন সেব্য। কিডনী খারাপ থাকলে মাত্রা কমিয়ে দেবেন। CC <_ 40 mL /মিনিটে হলে মাত্রা অর্ধেক করে দেবেন।*** জেমিফ্লক্সাসিনের বিষক্রিয়া, সাবধানতা ও ইন্টারএ্যাকশন সিপ্রোফ্লক্সাসিনের মত এক। *** পেটেন্ট প্রিপারেশন্সঃ---- G-Quin tab (Lupin), Gemibid (Invision), Topgem (Torrent), Zemi (FDC), Floxigem (Medley), Gametop (Solitare), Gembax (Ranbaxy), Gemexin (Zuventus), Gemez (Glenmark), Gemitab (Micro), Quinhext (aventis) GQ-320 tab (Cadila) --- Gemifloxacin 320 Mg/ tab।

No comments:

Post a Comment