Monday, 11 July 2016
Prulifloxacin 660 pes
প্রুলিফ্লক্সাসিন (Prulifloxacin)ঃ
প্রুিলিফ্লক্সাসিন হচ্ছে একটি থায়াজেটো
- কুইনোলিন ডেরিভেটিভ এবং একটি
নূতনতর চতুর্থ জেনারেশনের
ফ্লওরোকুইনোলোন। এটি ইউলিফ্লক্সাসিনের একটি লিপোফিলিক
প্রো ড্রাগ। প্রুলিফ্লক্সাসিন পেটে গিয়ে
বিপাক হয়ে এর সক্রিয় মেটাবোলাইট
ইউলিফ্লক্সাসিনে রুপান্তরিত হয়।
প্রুলিফ্লক্সাসিনের এ্যান্টিব্যাক্টেরিয়াল
ক্রিয়া জেমিফ্লক্সাসিনের মত এক।
ই. কোলাইদের বিরুদ্ধে এটি বিশেষ
ভাবে কার্যকারী এবং এক্ষেত্রে এটি
ওফ্লক্সাসিন ও লেভোফ্লক্সাসিন অপেক্ষা
অধিক শক্তিশালী বলে দেখা গেছে
এবং এই কিটানু জনিত UTI--এ
এটি বিশেষ ভাবে ফলদায়ক এবং
এর আরোগ্যকারী ক্রিয়া ঐ দুই ঔষধ
অপেক্ষা উন্নত মানেন বলে দেখা
গেছে। সাইট্রোব্যাক্টার, সেরাটিয়া ও
সুডোমোনাস অরুজিনোসার বিরুদ্ধেও
এটি লেভোফ্লক্সাসিন অপেক্ষা অনেক
বেশি সক্রিয় বলে দেখা গেছে। প্রুলিফ্লক্সাসিন GI ট্র্যাক্ট হতে শোষিত
হয়ে দেহের সব টিসু ও রসো ছড়িয়ে
পড়ে। মূত্রে একে অনেক বেশি পরিমাণে
পাওয়া যায়। এর হাফ লাইফ দীর্ঘ
বলে দিনে একবার খেলেই যথেষ্ট।
প্রস্টাটাইটিস সহ আনকমপ্লিকেটেড
বা জটিলতাবিহীন এ্যাকিউট লোয়ার
UTI (যথা সিস্টইটিস) কমপ্লিকেটেড
UTI ( যথা একটানা লেগে থাকা সংক্রমণ
indwelling ক্যাথিটার বা মুত্রনালীতে
ক্যাথিটার ঢুকিয়ে রাখা জনিত সংক্রমণ
রেকারেন্ট ইনফেকশন বা ট্রিটমেন্ট
ফেইলিওর কেস) এবং রেসপিরেটরি
ইনফেকশন্সে ( যথা COPD, ক্রনিক
ব্রন্কাটিসের উগ্র এ্যাটাক জেগে ওঠা)
প্রুলিফ্লক্সাসিন সাফল্যের সাথে ব্যবহার
হয়। এছাড়া ENT, সার্জিক্যাল সংক্রমণ
বা সার্জিক্যাল সংক্রমণের প্রতিষেধক
হিসাবেও এটি ব্যবহার হয়েছে।
আনকমপ্লিকেটেড এ্যাকিউট লোয়ার
UTI- এ প্রুলিফ্লক্সাসিন ৬০০ মিগ্রা সিঙ্গল
ডোজে একদিন খেতে হয়। তবে কমপ্লিকেটেড কেসে ঐ মাত্রায় ৭---১০ দিন
দিতে হয়। ক্রনিক ব্যাক্টেরিয়াল প্রস্টাটাইটিসে এটি দৈনিক ৬০০ মিগ্রা ৪
সপ্তাহ পর্যন্ত সেবনের ব্যাবস্খা আছে।
RTI-- এ দৈনিক ৬০০ মিগ্রা ৭--১০ দিন
দেওয়া যায়। *** প্রলিফ্লক্সাসিনের
বিষক্রিয়া ও সাবধানতা সিপ্রোফ্লক্সাসিনের
মত সাধারনভাবে এক। ***- পেটেন্ট প্রিপারেশন্সঃ---- Alpruli tab ( Alkem)
puribact ( Invision) prulifact ( Medico H care) precincts tab ( Lupin) ---- প্রতি ট্যাবে Prulifloxacin
600 Mg থাকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment