Sunday, 10 July 2016
moxifloxacin BP & USP *659 pes
মক্সিফ্লক্সাসিন (moxifloxacin BP & USP)ঃ
ক্রয়া ও ব্যবহার ঃ-- মক্সিফ্লক্সাসিন হচ্ছে একটি নুতনতর তৃতীয় জেনারেশনের ফ্লুওরোকুইনোলোন এ্যান্টিব্যাক্টেরিয়াল এবং জীবাণুদের
বিরুদ্ধেও এর ক্রিয়া সিপ্রোফ্লক্সাসিন
বা গাটিফ্লক্সাসিন / জেমিফ্লক্সাসিনের মত
এক। গ্রাম পজিটিভ কক্কাই ( স্ট্রেপ্টো, নিউমোনিয়া সহ) ও কিছু এ্যানেরোবদের
বিরুদ্ধে এটি আরোও বেশী সক্রিয় (৬৩৯পৃষ্টা দ্রষ্টব্য) ঔষধটি মুখে সেবনের পর GI ট্রাক্ট হতে ভালভাবে শোষিত হয়
এবং দেহেরা সব টিসু ও রসো কম বেশি
পরিমাণে ছড়িয়ে পড়ে। মক্সিফ্লক্সাসিন
প্রাথমিকভাবে বাইল বা পিত্ত দিয়ে বের
হয়। মলেও কিছু অংশ থাকে।
রেসপিরেটরি ইনফেকশন্স সহ বিলিয়ারি
ও ইন্ট্রাএ্যাবডোমিন্যাল ইনফেকশন্স,
স্কিন ও সফ্ট টিসুর ইনফেকশন ইত্যাদি
রেগে এটি ব্যাবহার হয়। মক্সিফ্লক্সাসিন
মুখে খাওয়ানো হয়। তবে গুরুতর বেসে
এটি শিরাপথে দেওয়া যায়।
এ্যাকিউট ব্যাক্টেরিয়াল সাইনুসাইটিসে বড়
দের ৪০০ মিগ্রা OD ৭---১০ দিন দেওয়া যায়। ক্রনিক ব্রন্কাইটিসের এ্যাকিউট
exacerbation কেসেও ঐ মাত্রায়
৭--১০ দিন সেব্য। কমিউনিটি
এ্যাকোয়া্র্ড নিউমোনিয়ায় ৪০০ মিগ্রা
OD ৭--১৪ দিন দেবার ব্যাবস্খা আছে
। স্কিন ও সফ্ট টিসুর সংক্রমনে উপসর্গবিহিন কেসেও ৪০০ মিগ্রা OD ৭
দিন এবং কমপ্লিকেটেড বা উপসর্গযুক্ত
কেসেও ১০--১৪ দিন দেওয়া যায়।
বিলিয়ারি সহ ইন্ট্রাএ্যাবডোমিন্যাল
সংক্রমণে ৪০০ মিগ্রা OD ৭--১৭ দিন।
মুত্রপথের ইনফেকশনে এটি ব্যবহারের
খবর এখনও জানা যায়নি। কিডনী
খারাপ থাকলে এর মাত্রা কমানোর
দরকার নেই, যেহেতু এটি মুখ্যত
পিত্ত দিয়ে বের হয়। গুরুতর কেসেও
এটি দৈনিক ৪০০ মিগ্রা মাত্রায় slow
IV Inf. (৬০ মি, ধরে) ৫--১৪ দিন
দেওয়া যায়। তবে রোগী যখনই মুখে
খেতে পারবে তখনই ইঞ্জেকশন বন্ধ
করে মুখে ঔষধ খেতে দেবেন। চোখের
ইনফেকশনে স্থানীক ভাবেও এটি ব্যবহার
হয়। মক্সিফ্লক্সাসিনের বিষক্রিয়া, সাবধানতা ও ইন্টারএ্যাকশন
সিপ্রোফ্লক্সাসিনের মত এক।*********
পেটেন্ট প্রিপারেশন্সঃ---- moxifloxacin tab ও IV bag ( Torrent) staxon tab ও IV bag ( Ranbaxy)-- প্রতি প্যাকেজ moxifloxacin 400 Mg থাকে। *** &***
স্থানীক। প্রিপারেশন্সঃ---- milflox eye drops ( sun), mofelder eye ( Llder),
mofloren ( Indoco), modified (FDC)
, moxicip eye ( Cipla), Apdrops eye
(Ajanta) ---- চোখের ব্যাক্টেরিয়াল সংক্রমণে ব্যবহার হয়। আক্রান্ত চোখে ১ ফোঁটা qid
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment