Sunday 10 July 2016

moxifloxacin.

[ ক্রিয়া ও ব্যবহার ] মক্সিফ্লক্সাসিন হচ্চে একটি ফ্লওরোকুইনোলোন এন্টিব্যাক্টেরিয়াল এবং এর এ্যান্টিব্যাক্টেরিয়াল ক্রিয়া ও ব্যবহার সিপ্রোফ্লক্সাসিনের মত এক(এইপুস্তকের প্রথম খন্ডে ঐ ঔষধ দ্রষ্টব্য)। সিপ্রোফ্লক্সাসিনের মত একিই সব রেগে এটি ব্যবহার হয় (এছাড়াও লেভোফ্লক্সাসিন দ্রষ্টব্য)। বেটা ল্যাক্টাম এ্যান্টিবায়োটিক্স ( যথা পেনিসিলিন্স ও সেফালোস্পোরিন্স এবং ম্যাক্রোলাইজড শ্রেণীর এ্যান্টিবায়োটিকে (যথা এরিথ্রোমাইসিন. রক্সিথ্রোমাইসিন ইইত্যাদি) রেজিস্টেন্ট কীটাণুদের বিরুদ্ধেও এটি কার্যকরী বলে দেখা গেছে। এটি সচরাচর ৪০০ মিগ্রা দিনে একবার ৭-১৪ দিন খেতে হয়। চোখের সংক্রমনে এটি স্থানীকভাবেও ব্যবহার হয়। পেটেন্ট ঔষধ ঃ-- staxon tab ( stauncared) ও moxifloxacin ( torrent)------ প্রতি tab -- এ moxifloxacin 400 Mg থাকে। milflox eye drops ( sun) apdrops ( ajanta) ও moxifloxacin eye drops ( FDC) চোখের বিভিন্ন সংক্রমনে আক্রান্ত চোখে ১ ফোঁটা দিনেশ ৪ বার দেবেন। ৯২৫ পেজ

No comments:

Post a Comment